চলাফেরা করতে গিয়ে নিজের নিরাপত্তার বিষয়ে প্রত্যেক মেয়ের নিম্নের পরামর্শসমূহ মেনে চলা দরকার:
১. রাতের বেলা বাসায় ফেরার সময় কোন মাইক্রো বাস/ প্রাইভেট কারে লিফট দিতে চাইলে উঠবেন না।
২. রাতের বেলা ফাঁকা বাসে উঠবেন না।
৩. বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং অন্যের দেয়া খাবার খাবেন না ।
৪. খালি বাসায় টিউশনি করাবেন না।
৫. কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে যাবেন। একা একা অতিরিক্ত সময় আগে চলে যাবেন না এবং ক্লাস হবে কিনা আগেই নিশ্চিত হয়ে নিবেন। কারন ফাঁকা নির্জন ক্লাস রুমে অনেক মেয়েই শিক্ষকের আক্রমনের স্বীকার হয়।
৬. পরিচিত কারো দ্বারা যৌন হয়রানির আঁচ পেলে পরিবারের সদস্যদের অবহিত করবেন ।
৭. ফেসবুক/ মোবাইলে অপরিচিত কারো সাথে দেখা করতে চাইলে ভুলেও দেখা করবেন না।
৮. সন্ধ্যার পর পর্যন্ত নির্জন লেক/ পার্কগুলোতে অবস্থান করবেন না। আধার নামার আগেই সেসব স্থান ত্যাগ করবেন।
৯. নির্জন পার্ক, জংগল বন বা পিকনিক প্লেসের গভীর এলাকায় যাবেন না।
১০. কিছু করার আগে, কোথাও যাবার আগে নিজের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নিবেন।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment