বিকাশে প্রতারণার অভাবনীয় একটি নতুন ফাঁদ! বিকাশ ব্যাবহারকারীদের অবশ্যই জেনে রাখা উচিৎ।
সম্প্রতি কিছু অসাধুরা বিকাশ একাউন্ট জালিয়াতি করার নতুন ফাঁদ পেতেছে। কল স্প্রুফিং এর মাধ্যমে নাম্বার পরিবর্তন করে 121 কিংবা অন্য কোন নাম্বার দ্বারা বিকাশ ব্যাবহারকারীদের কল দিয়ে নিজেদেরকে উক্ত সিম কোম্পানির কাস্টমার ম্যানেজার হিসেবে দাবী করে থাকে।
নাম্বার অফিশিয়াল হওয়ার কারণে সবাই বিশ্বাসযোগ্য মনে করে থাকে। এই সুযোগ নিয়ে তারা জানায়, সিমটি যেই জাতীয় পরিচয় পত্র [National ID Card] এর মাধ্যমে করা তা যাচাই করে ভেরিফিকেশন করা হচ্ছে। সুতরাং, আপনার মোবাইল থেকে [*247* Target Code #] দিয়ে ডায়াল করার জন্য বলা হয়।
যা ডায়াল করার সাথে সাথেই আপনার বিকাশের পাসওয়ার্ড পরিবর্তিত হয়ে হ্যাকারের সেট করা নতুন পাসওয়ার্ডে পরিবর্তন হয়ে যাবে এবং আপনার বিকাশের সমস্ত নিয়ন্ত্রণ হ্যাকারের কাছেই চলে যাবে।
সুতরাং, সতর্ক থাকুন। পোস্টটি কপি/ শেয়ার করে আপনার পরিচিত সকল বিকাশ ব্যাবহারকারীদের জানিয়ে দিন যাতে কোন অসাধুরা বোকা বানাতে না পারে।
(সংগ্রহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment