Tuesday, February 12, 2019

ব্যাংক চেক লেখার ক্ষেত্রে সতর্কতা→


ব্যাংক চেক লেখার সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়। যেমন-

১. যেখানে Taka লেখা থাকবে এরপর "............." কিংবা "________" যেখান থেকে শুরু সেখান থেকেই লেখা শুরু করবেন, অর্থাৎ আপনার লেখার সামনে আর কিছু লেখার সুযোগ রাখবেন না। এমনকি আপনার লেখার মাঝেও অন্য কারো কিছু লেখার সুযোগ রাখবেন না।

২. বক্সের ভিতরে টাকার পরিমাণ অংকে লেখার সময় TK. যেখানে লেখা আছে এরপর সংখ্যা এমনভাবে লিখুন যাতে এর আগেও কিছু লেখা না যায়।

৩. টাকার পরিমাণ কথায় লেখার পর 'মাত্র' লিখুন এবং দাঁড়ি দিন, আর অংকে লেখার পর /- এই চিহ্নটি দিন, যেমন- ১০০০/-

উক্ত পোস্টের ফটোটি দেখলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর কমেন্টে চেক লেখার একটি আদর্শ নমুনার ফটো দেওয়া আছে।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment