আমি ভিডিওটা দেখেছিলাম; আপনাদের দুই এমবি সেভ করার জন্য লেখা আকারে দিলাম। বিষয়টা এমন.....
রাস্তার পাশে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে কেউ লিফ চাইছে; আপনাকে অনুরোধ করবে সামনেই অমুক/ তমুক জায়গায় পৌঁছে দিতে। আসলে সে ছদ্নবেশী; সে মোটেও খোঁড়া লোক নয়। আপনি যদি ভাবেন একাই তো বাইকে যাচ্ছি, ব্যাকসিটটা ফাঁকাই আছে- লোকটাকে পৌঁছে দেই; তাহলেই ফেঁসে যাবেন। এরপর যা হবে তা এরূপ- আপনি তাকে বাইকের পেছনে উঠিয়ে নিয়ে মাত্র টান দিয়েছেন অমনি সে আপনার অজান্তেই হাতের লাঠিটা ফেলে দেবে এবং আপনাকে বাইক থামাতে বলবে; ততোক্ষণে বাইক বেশ কিছুটা দূরে এসেছে। আপনি বাইক থামালে সে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠিটা নিতে আসার চেষ্টা করবে, আপনি মানবিকতাবসত বলবেন, "থাক, আমিই এতে দিচ্ছি"।
এই বলে আপনি লাঠির কাছে আসা মাত্র সে একলাফে আপনার বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে জোরে টান দিয়ে উধাও হবে।
আর আপনি থ হয়ে যাবেন।
(ভিডিও থেকে)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment