Monday, February 4, 2019

সাম্প্রতিক আতঙ্ক 'বাসায় ভুয়া পুলিশের আগমন'!


বুদ্ধি, প্রজ্ঞা ও সাহসিকতার সাথে এসব মোকাবেলা করুন। এরূপ একটি ঘটনা যা আপনাকে সেই শিক্ষা দিতে পারে-

ঘুমের ঘোরে ছিলাম। রাত তখন সাড়ে বারোটা। হঠাৎ বড় ভাই ডাকল। বলল, 'বাসায় পুলিশ সার্চ করবে, কি করব?'; আমাদের দরজার লুকিং গ্লাসে দেখলাম একজন ইউনিফর্মধারী কন্সটেবল, হাতে ওয়াকিটকি, কোমরে শটগান ঝোলানো। দেখে সন্দেহ হল। সাথে দেখলাম কিছু থ্রী কোয়ারটার পরা পোলা, সর্বমোট ৭-৮ জন হবে। একজন হাফপ্যান্টপরাও ছিল। দেখেই বুঝলাম 'ডাল মে কুছ কালা হ্যা'। ফ্ল্যাটের দরজার দড়ামছে নক করছিল। 'খোলেন না কেন?' বাসায় কে কে আছেন চেক করব। ওসিকে ফোন দিলাম। ওসি সাহেব বললেন আমাদের থানা থেকে কোন কিছু করা হচ্ছে না। উনি থানায় ফোন করতে বললেন। পুলিশ আসতেছে। ওরা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। বলল, 'আসুক'। ৫-৬ মিনিট পর ওরা সিএঞ্জিতে করে চলে গেল। যাওয়ার সময় ইয়াং একটা ছেলে বলল, মিস হয়ে গেল। বারান্দা দিয়ে সব দেখলাম।
আসলে এরা ছিল ডাকাত। ডাকাতি করার উদ্দেশ্য এসেছিল । সবাই এদের থেকে সাবধান। মাঝরাতে বাসায় কেউ আসলে দরজা খুলবেন না।
(সংগৃহীত)

এ জাতীয় বিষয়ে 'প্রথম আলো'য় প্রকাশিত একটি লেখা পড়তে পারেন যা আপনাকে এরূপ বিষয়ে আরও দক্ষ করে তুলতে পারে। লেখাটির লিংক এই পোস্টের কমেন্টে দেওয়া আছে।

ভালো থাকুন | School of Awareness

1 comment:

  1. http://m.prothom-alo.com/life-style/article/1199181/সাদাপোশাকে-গ্রেপ্তার-করতে-এলে

    ReplyDelete