মোবাইলে ফেসবুক লগইন করা থাকলে মোবাইল চুরি হবার সাথে সাথে ফেসবুক পাসওয়ার্ড পালটিয়ে আইডি ডিএ্যাকটিভ করে এ্যাকটিভ করুন।
এখানে সাধারণ করনীয় আলোচনা করা হয়েছে। যদি সতর্ক থাকার পরেও আপনার মোবাইল ফোন চুরি হয়ে যায়, সেক্ষেত্রে নিম্নোক্ত তিনটি স্টেপ অনুসরণ করুন—
১) আইএমইআই নম্বর উল্লেখপূর্বক থানায় জিডি করুন।
২) জিডির একটি কপিসহ র্যাবে অভিযোগ করুন। অনেকেই জানেন না, র্যাব পুলিশেরই ইউনিট।
৩) জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিবি এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
অনেক সময় দেখা যায় আইটিতে দক্ষ ইউজার নিজেই ট্র্যাক করে বের করে ফেলেছেন মোবাইলের অবস্থান। এরকম হলে ডিবির জন্য বসে থেকে লাভ নেই, লোকেশন সহ জিডিতে উল্লেখিত অফিসারের সহায়তা নিয়ে চোর মশাইকে করে ধরে ফেলুন।
জিডি করে বেশিরভাগ সময়েই ফোন ফেরত পাওয়া যায় না। এর কারণ হচ্ছে, ডিবির ট্র্যাকিং টিম মূলত প্রায়োরিটি দেয় অতি গুরুত্বপূর্ণ কেইসগুলোর মোবাইল ট্র্যাকিং-কে; খুন, সন্ত্রাস ইত্যাদি সংশ্লিষ্ট মোবাইল ট্র্যাক করাই এদের মূল কাজ, তাই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের সিরিয়াল বহু পরে আসে। ততদিনে আপনি নতুন মোবাইল কিনে ফেলেন!
তবুও জিডি করবেন কেন?
১) আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম করলে সেটা যাতে আপনার ঘাড়ে না পড়ে সেজন্য। আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।
২) হঠাৎ হঠাৎ জিডির দ্বারা ট্র্যাকিং করে মোবাইল পাওয়া গেলেও যেতে পারে।
এবার মেয়েদের জন্য একটা পরামর্শ, জেন্ডার বায়াসড শোনালেও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ, মোবাইল ফোনে নিজেদের এমন কোন ছবি রাখবেন না যেটা প্রকাশ হওয়াটা আপনার জন্যে অনেক ক্ষতিকর।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment