যারা গাড়ী চালান তাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ সতর্কীকরনে বলা হয়—
আপনারা রাতে যারা গাড়ী চালান এবং হঠাৎ যদি দেখেন আপনার সামনের কাঁচের উপর কেউ ডিম ছুড়ে মেরেছে, দয়া করে গাড়ী থামিয়ে দেখতে যাবেন না কিংবা ওয়াইপার দিয়ে পরিস্কার করতে যাবেন না। পানি স্প্রে করে ওয়াইপার দিয়ে একদমই পরিস্কার করতে যাবেন না।
ডিম মিশ্রিত পানি দিয়ে পরিস্কার করতে গেলে অনেকটা দুধের মত ঘোলাটে হয়ে কাচের উপর আটকে যায়, এতে সামনে কিছু দেখার সম্ভাবনা ৯২.৫% শতাংশ নস্ট হয়ে যায়, এতে সামনে রাস্তার পাশে আপনি গাড়ী থামাতে বাধ্য হবেন।
ফলাফল হলো যারা ছিনতাই করতে ডিম ছুড়ে মেরেছিলো, তাদের দলের লোক সামনে ওঁত পেতে বসে আছে, আপনার জীবননাশের হুমকি রয়েছে। এই টেকনিক কিছু গ্যাং শুরু করেছে। আপনার বন্ধু, আত্মীয়স্বজন এবং বিশেষত আপনার ড্রাইভারকে জানিয়ে রাখুন যেনো এই ফাঁদে পা না দেয়।
এবং স্বার্থপরের মতো নিজে পড়ে চুপচাপ থাকবেন না, শেয়ার করে আপনার ফেসবুক ওয়ালে দিন যেন আপনার বন্ধুরাও জানতে পারে এবং সতর্ক হতে পারে।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment