জঙ্গি তালিকায় নাম আছে জানিয়ে RAB পরিচয় দিয়ে মো. আব্দুস ছালাম (৫০) নামে বীরগঞ্জের এক ইউপি সদস্যের কাছে মুঠোফোনে টাকা দাবি করা হয়েছে। তিনি উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত জমসের আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।
মঙ্গলবার (২৬ জুলাই, ২০১৬) দুপুর ১২টায় এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইউপি সদ্যস্য আব্দুস ছালাম জানান, সোমবার রাত ৯টা ৫৫মিনিটে একটি অচেনা মোবাইল নম্বর থেকে নিজেকে RAB-13 এর অফিসার রাসেল পরিচয় দিয়ে কোনো এক ব্যক্তি বলেন, আমার নামসহ এই এলাকার আমার পরিচিত আরো পাঁচজনের নাম জঙ্গি তালিকায় রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে তালিকা হতে নামগুলি বাদ দেয়া যাবে। এতে কিছু টাকা খরচ হবে।
টাকার কথা উল্লেখ না করে ওই ব্যক্তি আরো বলেন, ‘আপনারা আলোচনা করে আমাকে জানাবেন। টাকা বিকাশ করে পাঠাতে হবে। যেহেতু আপনাদের নাম জঙ্গি তালিকায় রয়েছে সে কারণে আপনারা এখানে আসতে পারবেন না।’
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে আব্দুস ছালাম থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment