পোস্ট টি পড়ুন। নিজে সাবধান হোন অন্যকে সচেতন করতে শেয়ার করুন অবশ্যই। কারন যেকোন সময় যে কেউ এমন ফাঁদে পরতে পারে !
"আজ বিকেল ৪টার দিকে আমি আর আমার কাজিন ফার্মগেটে দাঁড়িয়ে আছি ৬ নাম্বার বাস ধরে গুলশন ১ নাম্বারে যাব বলে।
বাস এলো পিছনের গেট দিয়ে উঠার সময় (আমি একাই উঠতেছিলাম আর কেউ ছিলনা) একজন প্রথম গেটের দিক থেকে দৌড়ে এসে আমার হাত ধরল আর চিৎকার করে বলতে লাগল চোর ধরেছি চোর, আমার মোবাইল চুরি করেছে।
এই বলে আমার প্যান্টের পকেটের দিকে হাত বাড়াল আমার মোবাইল নেবার জন্য, আমি ধরতে বাধা দিলাম। মুহূর্তেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম কাহিনী কি? সাথেসাথে তার আরো দুইজন সঙ্গী আমার দুপাসে এসে দুহাত ধরল আর সে চিৎকার করে যাচ্ছে যে আমি চোর আমি তার মোবাইল চুরি করেছি।
তিনজনের অবস্থান দেখে বুঝে গেলাম ছিন্তাই গ্রুপের পাল্লায় পড়ে গেছি। জোরে জোরে বলতে লাগলাম আপনার কোন ব্র্যান্ডের মোবাইল চুরি হয়েছে বলুন আর আমার মোবাইলে হাত দিবেন না। সে তার মোবাইলের নাম বলতে পারছে না, পাবলিক ও ভ্যাবাচ্যাকা খেয়ে কেউ আগালো না। আমি কন্টিনিউ তাকে জিজ্ঞেস করেই যাচ্ছি তার কি মোবাইল? সে উত্তর দিতে পারে না।
পাশ থেকে আমার কাজিন এসে যখন আমাকে ছাড়াতে লাগল তখন এরা একটু নরম হতে লাগল। বুঝে গেল আমি একা নই তাই গায়ে হাত তোলার সাহস পায়নি। যদি হাত তোলা শুরু করত তাহলে এতক্ষন আমি হাসপাতালে থাকতাম। কারন পাবলিক এইসব ক্ষেত্রে কে চোর কে ভালো বিচার করে না, কাউকে চোর বলে মারতে দেখলে সেও চায় আমিও দুইটা মার দিয়ে আসি। এটাই বাংলাদেশ!
অনেক্ষন পর উত্তর এল তার মোবাইল সনি, তখন আমি আমার মোবাইল বের করে দেখাইলাম দেখেন এটা কি মোবাইল? (আমারটা xiomi) সে তখন সেখান থেকে পালাতে পারলে বাঁচে। একটু পরেই দেখি তারা আর সেখানে নেই সবাই কেটে পড়েছে।
এরা একটা গ্রুপ হয়ে কাজ করছে যখন কোন লোককে একা দেখে এবং সাথে দামী মোবাইল দেখে তখন তাদের টার্গেট করে একজন চোর চোর করে অভিনয় করে বাকি কয়জন হাত ধরে রাখে, কোনভাবে আপনার কাছ থেকে মোবাইল নিতে পারলেই বাকি কয়জন মারতে থাকবে পাবলিককে সাথে নিয়ে আর সে সেখান থেকে মোবাইল নিয়ে দ্রুত কেটে পড়বে। তাই সবাই সাবধান হউন এইসব নতুন ছিনতাইকারী থেকে।"
Reason Occurs - Mr. Md. Mamun
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment