Wednesday, January 30, 2019

বাসায় ছিনতাই এর নতুন কৌশল! সচেতন হোন

নিরাপত্তা


ডিসের লাইন ঠিক করতে আসা কি এখন নতুন চক্রান্ত?
আমাদের বাসায় এই নিয়ে পর পর ৩ দিন দিন ডিসের লাইন ঠিক করবে বলে একজন এসেছে।
প্রথম দিন আমি বাসায় ছিলাম, কলিং বেল বাজলে আমি দেখতে যাই কে এসেছে. দরজা না খুলেই জিজ্ঞেস করি,"কে?"
উত্তরে বলে যে ডিসের লোক।
আমি ভাবলাম বোধহয় বিল নিতে আসছে। আমি আম্মুর কাছে গিয়ে বিল চাইতেই আম্মু বলে, "মাসের শুরুতেই বিল দিয়ে দিছি, কি জন্য আসছে এখন?"
আমি আবার দরজা না খুলেই বললাম, "কি দরকার? বিল তো অনেক আগেই দিয়ে দিয়া হইছে।"
বলে, "লাইন সারাইতে আসছি, লাইন ঠিক আছে?"
আমি টিভি অন করে দেখলাম লাইন ঠিকই আছে এবং তা জানালাম। আর আমি অপর পাশ থেকে লুকিং গ্লাশ দিয়ে দেখছিলাম যে লোকটা আর কোন বাসায় যায় কি না। দেখলাম যে সে আর কোন বাসায় গেল না। সোজা নিচে চলে গেল।
এর পর আরো একদিন এসেছে, আম্মুর কাছে শুনলাম। আমি বাসায় ছিলাম না সে দিন।
ইভেন আজ কিছুক্ষণ আগে আবার আসছে। এখন আম্মু দরজা খুলতে গিয়ে জিজ্ঞেস করে কে। তখন আবার বলে, ডিসের লাইন ঠিক আছে? আম্মু সুন্দর মত বলছে, যে ঠিক আছে। কয়েকটা চেনেল ঝিরঝির।
আমি আম্মুকে বললাম, এইটা ডিসের লাইন ঠিক করার জন্য আসে নেই, আমি সিউর এর অন্য কোন মতলব আছে। আর এই একই টাইমে আসে। এরা জানে এই টাইমে কেউ বাসায় থাকে না।
আম্মু সাথে সাথেই নিচের সিকিউরিটি গার্ড কে কল দিয়ে জিজ্ঞেস করে যে, এই ডিসের লোক কি বলে উঠেছে? তুমি উঠতে দিছো কেন?
গার্ড জানায়, সেই লোক তাকে বলছে যে আমরা নাকি ফোন দিয়েছি ডিসের লাইনের সমস্যা এই জন্যই গার্ড উপরে উঠতে দিছে। অথচ আমরা ফোন তো দূরের কথা ডিসের লাইনের নাম্বার ও জানি না।
আমি ৯০% সিউর এইটা কোন চক্রান্ত। বুঝা যাচ্ছে এরা সব খোজ নিয়েই আসে। যাদের বাসায় পুরুষ মানুষ নেই বা বিদেশে থাকে তাদের বাসায় যায়। 
আল্লহর রহমতে আমরা অপরিচিত কেউ আসলে দরজা খুলি না। কিন্তু কতক্ষণ?
(সংগৃহীত)

আর শুধু ডিসের লাইনের কথা বলে নয় পাইপলাইন, টেলিফোন লাইন ফ্রিতে পুরাতন জিনিস চেঞ্জ করে দিতে আসা কোম্পানির লোক ইত্যাদি নানাভাবে আজকাল বাসায় ছিনতাই করছে বিভিন্ন চক্র। তাই শিওর না হয়ে দরজা খুলবেন না।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment