ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ‘৯৯৯’ নম্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
টোল ফ্রি হিসেবে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। এজন্য গ্রাহকের কোনো রকম খরচ লাগবে না। কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে। মোবাইল ফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যাবে।
আপনি একজন নারী? পিছনে কেউ লেগেছে? ডায়াল করুন ৯৯৯ তে।
দেখলেন, কেউ অন্ধকার জায়গায় সংঘবদ্ধভাবে বাজে কিছু করার পাঁয়তারা করছে; স্রেফ ৯৯৯ ডায়াল করবেন।
হঠাৎ অসুস্থ হলে মাথা এলোমেলো হয়ে যায়। ৯৯৯ডায়াল করুন, দ্রুত এম্বুলেন্স পৌঁছে যাবে।
ভালো কথা,বাংলাদেশ স্বাস্থ্য বাতায়ন নাম্বারটা আছে তো? বিশ্বাসযোগ্য লাগছেনা? আমি নিজেই আমার বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্য বাতায়নের হেল্প লাইনে কল করে তাদের ট্রিটমেন্ট নিয়েছি এবং আমি ১০০% সন্তুষ্ট। এখন আপনি সেবা না নিলেতো তাদের দোষ নাই, তাইনা?
৯৯৯ আমাদের ইমার্জেন্সি নাম্বার। একবারে ১২০টা ফোনকল রিসিভ ও সমাধান দিতে পারার সক্ষমতা রয়েছে প্রজেক্টে। যেকোনো ইমার্জেন্সি প্রয়োজনে শুধুমাত্র ৯৯৯ ডায়াল করলেই নির্দেশনা অনুযায়ী সেবা পাওয়া যাবে।
ফ্রি তাইনা? মজা করবেন?
করুন। যেকোনো একজন কল দেয়া মাত্রই অটোমেটিক একটা ফাইল তৈরি হয়ে যাবে। নেক্সট টাইম যখন সত্যিসত্যি বিপদে পড়ে কল দিবেন, তখন আর পাবেন না তাদের। বাঘের খেলা তাই না দেখালেই ভালো হবে।
সবাইকে ধন্যবাদ। দেরিতে হলেও ইমার্জেন্সি সেবা চালু হয়েছে, তাতেই আমি খুশি। এখন ম্যানেজমেন্ট ঠিকমত হলেই নতুন যুগে প্রবেশ করতে পারবো আমরা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন কমেন্টে দেওয়া লিংকগুলোতে ভিজিট করলে।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment