দীর্ঘ ভোগান্তি শেষে উদ্বোধন হয়েছে মালিবাগ-মগবাজার ফ্লাইওভার। নতুন উদ্বোধন হওয়া এই ফ্লাইওভার দিয়ে কেউ প্রয়োজনের তাগিদে কেউ আবার নতুন ফ্লাইওভারের সৌন্দর্য দেখতে ঘুরতে আসছেন। তবে বেশির ভাগ চালকই ওপরে ওঠার পরে কোন পথে নিচে নামবেন কিংবা কোন পথে যাবেন গন্তব্যে তা নিয়ে পড়ে যান গোলক ধাঁধায়।
উড়াল সড়ক হয়ে গতি কমিয়ে পাশের কারো থেকে জেনে নেওয়ারও সুযোগ মিলছে না। পথ নির্দেশনা থাকলেও আকারে ছোট হওয়ায় নির্দেশকগুলো সহজে চোখে পড়ে না। তাছাড়া ইচ্ছা করলেও ফ্লাইওভারটি দিয়ে যেকোনো প্রান্তে সরাসরি পৌঁছা যাবে না। তাই রাজধানীর দ্বিতীয় বৃহত্তম এই উড়াল সেতুটিতে উঠে বিড়ম্বনায় পড়ছেন অনেকেই।
পথ নির্দেশনা: এফডিসি, মগবাজার ও মালিবাগে লেভেলক্রসিংয়ের ওপর দিয়ে চলে গেছে ফ্লাইওভারটি। এটি রাজধানীর আটটি স্থানকে ওপরের পথে যুক্ত করেছে। সাতরাস্তা দিয়ে ওপরে উঠলে মগবাজার হয়ে রমনা থানা বা হলি ফ্যামিলি হাসপাতাল ও ওয়্যারলেস এলাকায় যাওয়া যাবে। আবার হলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা থেকে কারওয়ান বাজার ও সাতরাস্তা যাওয়া যাবে।
ইস্কাটন থেকে উঠে যাওয়া যাবে ওয়্যারলেস পর্যন্ত। ওয়্যারলেস অংশ থেকে যাওয়া যাবে হাজীপাড়ার শহীদি জামে মসজিদ, শান্তিনগর ও রাজারবাগে। আবুল হোটেল থেকে ফ্লাইওভারে উঠলে যাওয়া যাবে শান্তিনগর, রাজারবাগ ও ইস্কাটনে। রাজারবাগ অংশ থেকে চলাচল করা যাবে শান্তিনগর, আবুল হোটেল ও ইস্কাটনে। শান্তিনগর থেকে যাওয়া যাবে ইস্কাটন ও হাজীপাড়ার শাহি মসজিদে।
রাজারবাগ থেকে উঠলে শান্তিনগর, রামপুরা ও বাংলামোটর যাওয়া যায়। শান্তিনগর যাওয়ার জন্য বাঁয়ে প্রথম মোড় ধরলেই চলে। বাংলামোটর যেতে সোজা সামনে গিয়ে মৌচাক পৌঁছে বাঁয়ের পথ ধরতে হয়। রামপুরা যাওয়ার জন্য মৌচাক থেকে ডানের পথে চলতে হয়। অবশ্য সেখানে পড়তে হয় সিগন্যালে।
শান্তিনগর থেকে উঠে রাজারবাগে যাওয়া যাবে না। মৌচাক পেরিয়ে নামা যাবে বাংলামোটর কিংবা রামপুরা। রামপুরা থেকে মৌচাকের ওপর দিয়ে সোজাসুজি যাওয়া যায় রাজারবাগ বা শান্তিনগর। সিগন্যালহীন পথে থামা যাবে না।
বাংলামোটর থেকে উঠে চলাচল করা যাবে ওয়্যারলেস গেট পর্যন্ত। ওয়্যারলেস গেট থেকে ধরে রামপুরা, রাজারবাগ ও শান্তিনগরে যাওয়া যাবে। মৌচাকে গিয়ে বাঁয়ে মোড় নিয়ে মলিবাগ চৌধুরীপাড়া পার হয়েই মিলবে রামপুরার দিকটি।
রাজারবাগ ও শান্তিনগরে যেতে মৌচাকে পড়তে হয় সিগন্যালে। সিগন্যাল পার হয়ে সোজা পথে চলা যাবে রাজারবাগের দিকে। হলি ফ্যামিলি থেকে উঠে সোজা সাতরাস্তা ও তেজগাঁও। এফডিসি মোড় থেকে বাঁয়ের দিকে এগোলে সোনারগাঁও হোটেল কিংবা কারওয়ান বাজারে যাওয়া যাবে। সোনারগাঁও-কারওয়ান বাজার থেকে এই ফ্লাইওভারে ওঠা সম্ভব হবে না।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment