Wednesday, February 6, 2019

নতুন কায়দায় প্রতারণা ও ছিনতাই, বাঁচতে হলে সতর্ক থাকুন!


ঘটনা-১:
আমাদের অফিসের একজন অফিসার প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, টাকার খাম হাতেই ছিল। অফিস থেকে ব্যাংকের দূরত্ব প্রায় ২০০ মিটার। রাস্তায় একটা সিএনজি থেকে তাকে প্রশ্ন করা হয় সোনালী ব্যাংক কোথায়, সে উত্তর দেয়ার সময়েই ২জন লোক তার দুই পাশে এসে দাঁড়ায়, একজন তার ঘাড়ে হাত রাখে। তারপর অফিসারটি প্রায় চুপচাপ হয়ে যায়। ৫/৬ মিনিট পরে পাশাপাশি থাকা দুইটা সিএনজিতে করে অন্য দুইজন তার টাকার খাম নিয়ে চলে যায়, আর অফিসারটি প্রায় ঘন্টাখানেক পরে বুঝতে পারে তার টাকা অন্যরা নিয়ে গেছে। আমরা প্রথমে সন্দেহ করি ঘটনার সত্যতা নিয়ে, পরে পাশেই থাকা অন্য একটি ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখি তার বর্ণণার সাথে ঘটনা প্রায় একই। অফিসারটি বলছে সে দেখতে পাচ্ছে তার কাছে থেকে টাকা নেয়া হচ্ছে বাট সে কি করবে তা নাকি বুঝে উঠতে পারছিল না, তাকে জোরও করা হয়নি, কিছু খাওয়ানোও হয়নি।

ঘটনা-২:
মহাখালীতে একজনের কাছে থেকে শোনা। একজন ভদ্রমহিলা বাজারে গিয়েছে, এমন সময় পাশ থেকে একজন দরিদ্র মহিলা তার কাছে সাহায্যের আবেদন জানায়, তারপর আরো ২/১ জন তাকে কিছু সাহায্য করতে উৎসাহিত করে। তখন সেই ভদ্র মহিলা ঐ অসহায় মহিলাটিকে তার হাতের স্বর্ণের চুড়ি, গলার চেইন, কানের দুল, মোবাইল দিয়ে চলে আসে। বাসায় আসার পরে তার মনে পরে সে তার সব গহনা ঐ মহিলাটিকে দিয়ে আসছে, কেন দিয়েছে তা মনে করতে পারেনা।

ঘটনা-৩:
গত ঈদের একদিন পর, আমি আসতেছি IUB এর সামনে দিয়ে সকাল ৮:৩০ টায়, যেহেতু ঈদের ছুটি সেহেতু রাস্তা একদম ফাঁকা। হঠাৎ একজন লোক প্রায় ৪০ এর মত বয়স, আমার কাছে এসে তার মোবাইলটা নাকের সামনে নিয়ে এসে বলতেছে, 'ওস্তাদ ২০ টাকা ফ্লেক্সি দিছি, আসছে কি একটু দেখেন'?
মাথাটা আমার কেমন যেন ঝিনঝিন করে উঠল, মুহুর্তেই তার কাছে থেকে সরে গিয়ে বললাম- আসছে। তারপরই প্রায় দৌড়ে তার কাছে থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তাকে তাকিয়ে দেখলাম, চুপচাপ হেটে যাচ্ছে, তাকে চ্যালেঞ্জ করতে চাইলাম কিন্তু আশেপাশে কোন লোক না দেখে সাহস পেলাম না। অস্ত্র ধরলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু তাদের কেমিকেলের সাথে লড়াই করব কীভাবে?

উপরে উল্লেখিত ৩টা ঘটনাই একদম রিসেন্ট। অনেক ধরণের আধুনিক কেমিকেল বের হয়েছে যা দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য সম্মেহন করে তার সবকিছু হাতিয়ে নেয়া হচ্ছে। সুতরাং অপরিচিত/নির্জন স্থানে কারো সাথে কথা বলবেন না, কেউ কোন ধরণের হেল্প চাইলে আশেপাশে মানুষদের নিয়ে হেল্প করুন, একা একা বীরত্ব ফলাতে যাবেন না।
সচেতন হউন, দূর্ঘটনা থেকে দূরে থাকুন। 
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment