Monday, February 11, 2019

রাতের বেলা বাইক চালাতে এসব বিষয়ে সতর্ক থাকুন!


১. রাতের বেলা অপরিচিত কাউকে বাইকে লিফট দিবেন না বিশেষ করে কোনো মহিলাকে ভুলেও লিফট দিতে যাবেন না। তাহলে বাইক এবং প্রাণ দুইটাই খোয়াতে পারেন।
২. রাতের বেলা বাইক চুরির একটা মহাকৌশল হলো লুকিয়ে থেকে বাইকের গায়ে কিছু ছুড়ে মারা। এক্ষেত্রে বাইকের কি হয়েছে তা দেখার জন্য রাইডার বাইক থামায় এবং তখনই ছিনতাইকারীরা বাইক ছিনতাই করে।
৩. নির্জন জায়গায় বাইক চলন্ত অবস্থায় জোরে কোন শব্দ হলে ভুলেও কি হয়েছে তা দেখার জন্য থামবেন না এবং চেষ্টা করবেন মানুষজন আছে এমন কোনো জায়গায় থেমে বাইকের কি হয়েছে তা চেক করতে।
৪. রাতের বেলা ভ্রমণ করার সময় পথিমধ্যে ছোট বাজারগুলোতে না থামার চেষ্টা করবেন। কারণ এতে আপনি বাইক ছিনতাইয়ের সহজ টার্গেটে পরিনত হতে পারেন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment