Tuesday, February 12, 2019

হিজড়াদেরকে টাকা দেওয়ার সময় সতর্ক থাকুন!


বাংলাদেশের বিভিন্ন স্থানে হিজড়াদের উপদ্রব বেড়ে গেছে। আবার একটি মহল তাদেরকে নিয়ে ব্যবসায় নেমেছে।
যাহোক, যেটা কথা সেটা হলো— আপনি যখন তাদেরকে ১০ টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে টাকা বের করবেন এবং টাকা বের করার পর যদি দেখা যায় আপনার কাছে ১০ টাকার নোটও আছে সেইসঙ্গে ১০০ টাকার নোটও আছে। সেই সুযোগেই তারা আপনাকে বলে বসবে, 'ভাই আমাকে ১০০ টাকার নোটটা দেন আমি ৯০ টাকা ফেরৎ দিচ্ছি, আমার কাছে খুচরা টাকা বেশি হয়েছে গেছে, নোট করে নিবো'।
ভুলেও তাদের এই কথায় ভুলে তাকে ১০০ টাকার নোট দিবেন না; দিলে আর তা ফেরৎ পাবেন না।
আপনি ওদেরকে পরীক্ষা করে দেখতে পারেন; বলবেন যে, 'আচ্ছা ঠিক আছে, ৯০ টাকা আগে দেন আমি ১০০ টাকার নোট দিচ্ছি'।
দেখবেন ওরা দিবে না, বরং ওরা আপনার কাছে আগে ১০০ টাকার নোট চাইবে। তাই এই ভুল কাজ করবেন না।

-মেহেদী হাসান
প্রতিষ্ঠাতা, স্কুল অব এ্যাওয়ারনেস।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment