'হ্যাং আউট পিল/ সিডেটিভ পিল' নামক একটি ট্যাবলেট আছে যা পানিতে সহজেই দ্রবণীয় বলে যেকোনো পানীয়ের সাথে খাওয়ানো যায়; এই পিলটা 'রেইপ ড্রাগ' হিসেবে পরিচিত। কোনো পার্টি/প্রোগ্রাম/অনুষ্ঠান তে কিংবা কোথাও গেলে কিছু খাওয়ার আগে ভেবে চিন্তে সতর্কতার সাথে খাবেন। কারণ পিলটা এখন গোপনে বাজারজাত করা হচ্ছে। এই পিল ২০মি.লি. খাওয়ালে ৮ঘণ্টার জন্য আপনার মেমোরি লস হবে— আধো ঘুম আধো জাগরণে থাকবেন, আপনাকে কী করা হচ্ছে কিছুই বুঝবেন না, আবার জ্ঞানও হারিয়ে যাবে না।
এমনও হতে পারে যে, যে বয়ফ্রেন্ড/বন্ধু/বন্ধুদের আপনি নিজের খুব আপন মনে করেন সেই/ তারাই আপনার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করতে পারে; মানুষ এক জটিল প্রাণী, তার মনের ভাব চেহারায় সবসময় ফুটে উঠে না, সে/ তারা দক্ষ অভিনেতার মতো পরিবেশ নিয়ন্ত্রণে রেখে কার্য সিদ্ধি করে থাকে।
কিছু পরামর্শ এরূপ হতে পারে—
১. কোনো পার্টি/প্রোগ্রাম/অনুষ্ঠান তে পানি/জুস/কোল্ড ড্রিংকস এর বোতলের সিপি অন্য কেউ খুলে দেওয়ার সুযোগ নেওয়ার আগেই বিতরণের সময় নিজের হাতে নিয়ে নিজেই বোতলের মুখের প্লাস্টিক প্রুফশিটটা খুলে নিজেই সিপি খুলুন; কাউকে অতিভক্তি দেখানোর সুযোগ দিবেন না।
২. কেউ এরূপ কোনো পানীয় আনতে গিয়ে আড়ালে অযথাই দেরি করছে মনে হলে কৌশলে বিষয়টি একটু খতিয়ে দেখার চেষ্টা করুন; এক্ষেত্রে স্থানের থমথমে পরিবেশ আপনার মনে সেরূপ কিছুর আভাসমূলক অনুভূতি সৃষ্টি করতে সহায়ক হবে।
৩. ফাঁকা হোটেল/ রেস্তরাঁয় একা খেতে বসবেন না, সেখানে নির্ভরযোগ্য কাউকে সঙ্গে নিয়ে যান কিংবা মানুষের সমাগমপূর্ণ রেস্তরাঁয় যান।
ইত্যাদি
(সম্পাদিত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment