Monday, February 11, 2019

অপরিচিত কাউকে বাইকে লিফট দিতে সতর্ক থাকুন!


পারসোনাল কাজে পল্টনের দিকে যাচ্ছিলাম, প্রচণ্ড জ্যামের কারণে ফার্মগেটে বসে ছিলাম প্রায় আধাঘণ্টা। এমন সময় এক লোক এসে বলল, "ভাই কোন দিকে যাবেন?" বললাম, "পল্টন যাচ্ছি"। 
"আমি পুলিশের লোক, আমাকে একটু সামনে নামায়া দেন, আমিও ওইদিকে যাবো।" পুলিশের পোশাক না থাকলেও চুলের কাটিং দেখে কিছুটা পুলিশ পুলিশ মনে হলো। স্বাভাবিকভাবেই বললাম, 'উঠেন'। জ্যাম ছাড়ার পর বাইক টান দিলাম। মোটামুটি জ্যামের মধ্যে টুকটুক করতে করতে কারওয়ান বাজার পর্যন্ত আসলাম। এই সময়ের মধ্যে আমি কি করি, কই থাকি, আয় রোজগার কেমন, দেশের পরিস্থিতি এই সব বিষয়ে নানান কথা সে জিজ্ঞেস করে ফেলে। সার্ক ফোয়ারা পার করার পর আমার হঠাৎ কিছুটা আনইজি লাগে। কারণ লোকটা দুইবার আমার কোমরে বেল্টের ওই জায়গায় দুইবার হাত দিয়েছে। বাংলামোটর আবার জ্যামে বসে সে আমাকে কয়েকবার বলল "ভাই অনেক জ্যাম, শাহবাগ দিয়া না যাইয়া শেরাটনের ভিআইপি দিয়া যান। বারবার বলাতে আমার আরও সন্দেহ বাড়ল। আমি একটা কারণ দেখাইয়া বললাম "ভাই আমি যাইতে পারবো না, আমার একটা জরুরি কাজ পইড়া গেছে। আপনি এখানেই নেমে যান।" একটু গাইগুঁই করার পর আমি প্রায় জোর করে তাকে আমার বাইক থেকে নামায় দেই। নামায়ে দিয়ে কিছুদূর গিয়ে ভিআইপি রোডের মাথায় গিয়ে বাইক থামিয়ে সর্বপ্রথম কোমরে হাত দেই। হাত দিয়ে আমি তো অবাক! দেখি বেল্ট এর চিপায় একটা ছোট কাগজের পোটলা। খুলে দেখি ভিতরে দুই দুইটা ইয়াবা। সাথে সাথেই সব পানির মত পরিষ্কার হয়ে গেল। দ্রুত নিজের সারা বডি চেক করলাম, বাইকের যত চিপাচাপা আছে সব চেক করলাম। নাহ, আর কিছু নাই। ইয়াবা দুইটা ফেলে আবার বাইক টান দিলাম। এবং যথারীতি সামনে একটা চেকপোস্ট। বাইক থামালো। কাগজপত্র না দেখতে চেয়ে বলল, "গাড়ি থেকে নামেন, চেক হবে"। মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম। শীতের কাপড় খুলে, জায়গা-বেজায়গা হাতাইয়া চেক করল, বাইক চেক করল। কিছুই না পেয়ে কিছু উল্টাপাল্টা প্রশ্ন শুরু করছিল, সুযোগ দেই নাই। পরিচিত কিছু পুলিশ ভাই ব্রাদার এর পরিচয় দিতেই বলল, "আপনি যান"।
তাদের নাম দেখার চেষ্টা করলাম, পারলাম না। কারোই নেমপ্লেট নাই। আল্লাহর অশেষ রহমতে বিশাল একটা ফাঁড়া থেকে বাঁচলাম। বাইকার ভাইরা সাবধানে থাকবেন, অপরিচিত কাউকে বাইকে লিফট দেয়ার আগে সাবধান। আমি আজকে বেঁচে গেছি, আপনি হয়তো ফাঁদে পা দিয়েও দিতে পারেন। দিলেই মান সম্মান, টাকা পয়সা সব যাবে।

বিঃ দ্রঃ আমি পাঠাও এর কোন গ্রুপ এ নাই, কোন পাঠাও ভাই পারলে পাঠাও এর গ্রুপগুলোতে শেয়ার করে দিন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment