মগবাজার-মৌচাক ফ্লাইওভারের যেকোনো জায়গা দিয়ে উঠে অন্য যেকোনো জায়গায় নামা যাবে না, আসলে এটা ৭টা পথ বা Route এর সমন্বয়।
★ নিচে দেখেন, কোন দিক দিয়ে উঠলে কোথায় যাওয়া যাবে—
১ক) তেজগাঁও দিয়ে উঠে সোজা গেলে হলিফ্যামিলি হাসপাতালের কাছে নামতে পারবেন।
১খ) তেজগাঁও দিয়ে উঠে মগবাজারের উপর, বাঁয়ে গেলে ওয়ারলেস গেইট নামা যাবে, আরো সামনে গিয়ে আবার ফ্লাইওভারে উঠলে শান্তিনগর, রাজারবাগ এবং রামপুরা যাওয়া যাবে।
২ক) বাংলামোটর দিয়ে উঠলে ওয়ারলেস গেইটে নামতে পারবেন, আরো সামনে গিয়ে আবার ফ্লাইওভারে উঠলে শান্তিনগর, রাজারবাগ এবং রামপুরা যাওয়া যাবে।
৩ক) হলিফ্যামিলি হাসপাতাল দিয়ে উঠে সোজা গেলে নামা যাবে তেজগাঁও সাতরাস্তা পার হয়ে।
৩খ) হলিফ্যামিলি হাসপাতাল দিয়ে উঠে মগবাজার মোড় পিছনে ফেলে, বাঁয়ে গেলে নামবেন হোটেল সোনারগাঁও/কাওরান বাজারের কাছে।
★ কাওরান বাজার দিয়ে ফ্লাইওভারে উঠার রাস্তা নাই।
৪ক) ওয়ারলেস গেইট দিয়ে উঠে সোজা গেলে নামতে পারবেন রাজারবাগের আগে।
৪খ) ওয়ারলেস গেইট দিয়ে উঠে মৌচাক মোড়ে বাঁয়ে গেলে নামতে পারবেন রামপুরার দিকে।
৪গ) ওয়ারলেস গেইট দিয়ে উঠে প্রথমে মৌচাক মোড় পার হলেন, তারপর মালিবাগের মোড়ে ডানে গেলে নামবেন শান্তিনগরের কাছে।
৫ক) শান্তিনগর দিয়ে উঠে মালিবাগের কাছে ফ্লাইওভার বাঁয়ে বাক নেবে, এরপর সোজা গেলে নামবেন বাংলামোটর।
৫খ) শান্তিনগর দিয়ে উঠে মালিবাগের কাছে ফ্লাইওভার বাঁয়ে বাক নেবে, এরপর মৌচাকের মোড়ে ডান দিয়ে গেলে নামবেন রামপুরার দিকে।
৬ক) রাজারবাগ দিয়ে উঠে, নাক বরাবর সোজা গেলে বাংলামোটর নামা যাবে।
৬খ) রাজারবাগ দিয়ে উঠে, মালিবাগের কাছে বাঁয়ে গেলে নামবেন শান্তিনগর মোড়।
৬গ) রাজারবাগ দিয়ে উঠে, মৌচাক মোড়ে ডানে গেলে নামবেন রামপুরার দিকে।
৭ক) রামপুরা দিয়ে উঠে, মৌচাক মোড়ে ফ্লাইওভার বাঁয়ে বাঁক নেবে, তারপর সোজা গেলে নামবেন রাজারবাগ।
৭খ) রামপুরা দিয়ে উঠে, মৌচাক মোড়ে ফ্লাইওভার বাঁয়ে বাঁক নেবে, এরপর মালিবাগের মোড়ে ডানে গেলে নামতে পারবেন একেবারে কাকরাইলের কাছে।
★ এখন দেখেন কোথায় নামতে হলে, আপনাকে কোন দিক দিয়ে উঠতে হবে—
a) তেজগাঁও সাতরাস্তায় নামতে হলে, উঠতে পারবেন শুধুমাত্র হলিফ্যামিলি হাসপাতালের কাছে ।
b) হোটেল সোনারগাঁও/কাওরান বাজারের কাছে নামতে হলে, উঠতে পারবেন শুধুমাত্র হলিফ্যামিলি হাসপাতালের কাছে ।
c) বাংলামোটরের মোড়ে নামতে হলে, উঠতে পারবেন শান্তিনগর মোড় অথবা রাজারবাগ থেকে।
d) হলিফ্যামিলি হাসপাতালের কাছে নামতে হলে, উঠতে পারবেন শুধুমাত্র তেজগাঁও সাতরাস্তার পর।
e) ওয়ারলেস গেইট নামা যাবে, যদি আপনি উঠেন তেজগাঁও সাতরাস্তার পর অথবা বাংলামোটর দিয়ে।
f1) কাকরাইল/শান্তিনগর নামতে হলে, উঠতে হবে রাজারবাগ অথবা রামপুরা অথবা ওয়ারলেস গেইট দিয়ে।
f2) কাকরাইল/শান্তিনগর যাওয়া যাবে, বাংলামোটর অথবা তেজগাঁও সাতরাস্তা দিয়ে উঠেও, ওদিক থেকে এসে আপনাকে ওয়ারলেস গেইটে নেমে আবার সামনের ফ্লাইওভারে উঠাতে হবে।
g1) রাজারবাগ নামা যাবে, যদি আপনি উঠেন রামপুরা অথবা ওয়ারলেস গেইট দিয়ে।
g2) রাজারবাগ যাওয়া যাবে, বাংলামোটর অথবা তেজগাঁও সাতরাস্তা দিয়ে উঠেও, ওদিক থেকে এসে আপনাকে ওয়ারলেস গেইটে নেমে আবার সামনের ফ্লাইওভারে উঠাতে হবে।
h1) রামপুরার কাছে নামতে হলে, উঠতে পারবেন ওয়ারলেস গেইট অথবা শান্তিনগর অথবা রাজারবাগ থেকে।
h2) রামপুরার কাছে যাওয়া যাবে, যদি আপনি বাংলামোটর অথবা তেজগাঁও সাতরাস্তা দিয়ে উঠে, ওয়ারলেস গেইটে নেমে আবার সামনের ফ্লাইওভারে উঠেন।
★ এখন দেখেন কোথা থেকে কোথায় যাওয়ার জন্য ফ্লাইওভারের বদলে নিচের রাস্তা ব্যবহার করতে হবে—
I) তেজগাঁও থেকে হোটেল সোনারগাঁও/কাওরান বাজার এবং বাংলামোটর যাওয়ার জন্য।
II) বাংলামোটর থেকে তেজগাঁও, হোটেল সোনারগাঁও/কাওরান বাজার এবং হলিফ্যামিলি হাসপাতালের কাছে যাওয়ার জন্য।
III) হলিফ্যামিলি হাসপাতালের কাছ থেকে বাংলামোটর, ওয়ারলেস গেইট, কাকরাইল/শান্তিনগর, রাজারবাগ এবং রামপুরা যেতে নিচের রাস্তা ব্যবহার করতে হবে।
IV) শান্তিনগর মোড় থেকে তেজগাঁও, হোটেল সোনারগাঁও/কাওরান বাজার, ওয়ারলেস গেইট এবং রাজারবাগ যাওয়ার জন্য।
V) রাজারবাগ থেকে তেজগাঁও, হোটেল সোনারগাঁও/কাওরান বাজার, ওয়ারলেস গেইট এবং হলিফ্যামিলি হাসপাতালের কাছে যাওয়ার জন্য।
VI) রামপুরা থেকে ওয়ারলেস গেইট, তেজগাঁও, কাওরান বাজার, বাংলামোটর এবং হলিফ্যামিলি হাসপাতালের কাছে যাওয়ার জন্য নিচের রাস্তা ব্যবহার করতে হবে।
VII) ওয়ারলেস গেইট থেকে তেজগাঁও, হোটেল সোনারগাঁও/কাওরান বাজার এবং হলিফ্যামিলি হাসপাতালের কাছে যাওয়ার জন্য ফ্লাইওভারে উঠার প্রয়োজন নাই।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment